প্রতিবেদন : দালাল স্ট্রিটের সুদিন ফিরবে এমন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। সাম্প্রতিক ধারাবাহিকতা বজায় রেখে সপ্তাহের শেষ কাজের দিনও অনিশ্চয়তার মেঘে ঢাকা থাকল শেয়ার বাজার। শুক্রবার সকালেই বাজারে বিরাট ধস নেমেছিল। দিনের শেষেও সেই চিত্রের খুব একটা রদবদল হল না। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ ১.৫৬ শতাংশ বা ৮৬৬.৬৫ পয়েন্ট পতনের সাক্ষী থাকল। এর জেরে সেনসেক্স গিয়ে ঠেকেছে ৫৪,৮৩৫.৫৮ পয়েন্টে। এদিকে নিফটিও ১.৬৩ শতাংশ বা ২৭১.৪ পয়েন্ট পড়ে যায়।
আরও পড়ুন-সিএএ চালু নিয়ে শাহের উল্টো সুরে শরিক নীতীশ
নিফটি এখন দাঁড়িয়ে আছে ১৬,৪১১.২৫ পয়েন্টে। আতঙ্ক বাড়িয়ে আবারও এদিন ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। এক মার্কিন ডলার কিনতে এখন গুনতে হবে ৭৬.৯১ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পরের ধাক্কা শেয়ারবাজার সামলাতে পারছে না বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কারণ এদিনও নিফটিতে ব্যাঙ্কিং সেক্টরের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। সূচক পড়েছে ১.৪২ শতাংশ বা ৬৭১.৬৫ পয়েন্ট।