সংবাদদাতা, হুগলি : মুখ্যমন্ত্রীর ‘উন্নয়নের পথে ১১ বছর’ স্লোগানকে সামনে রেখে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পগুলি (Projects of Mamata Banerjee) ক্যানভাসে ফুটিয়ে তুললেন একঝাঁক চিত্রশিল্পী। ড্যানিস গভর্নর হাউসে শ্রীরামপুর মহকুমা প্রশাসনের এই অভিনব কর্মসূচিতে ছিলেন হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার একঝাঁক ছবি আঁকিয়ে। সূচনা করেন মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী (Samrat Chakraborty)। দক্ষিণ ২৪ পরগনার অলোককুমার সরকার বলেন, ‘‘বিশ্বের দরবারে প্রশংসিত মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলিকে (Projects of Mamata Banerjee) ছবিতে তুলে ধরব।’’ কোন্নগরের (Konnagar) তাপস মজুমদার (Tapas Majumdar) বলেন, ‘‘এই সরকার ক্ষমতায় আসার পর শিল্পীদের উৎসাহদানের কাজে গতি এসেছে। যেটা বাম আমলে কল্পনা করা যেত না।’’ সোদপুরের অমরেন্দ্রনাথ দাস বলেন, ‘‘সাধারণ পরিবারের মেয়ে হয়ে সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যের উন্নয়নকে যেভাবে মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে চলেছেন সেটাই ফুটিয়ে তুলব ক্যানভাসে।’’ যাদবপুরের শিল্পী রীনা পাল বলেন, ‘‘নারীশক্তির অন্যতম নিদর্শন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর কল্যাণে দিনরাত খাটছেন, পাহাড় ও জঙ্গলমহলের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছেন। তাঁর নতুন নতুন ভাবনা ফুটে উঠবে।’’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী, অনুষ্ঠানের ব্যবস্থাপক কিংশুক সরকার বলেন, ‘‘সমস্ত ছবির প্রদর্শনী হবে কলকাতায় (Kolkata)।’’ মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, ‘‘শিল্পীরা দারুণ সাড়া দিয়েছেন। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে যাতে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছয় সেই লক্ষ্যেই কাজ করবে প্রশাসন।’’
আরও পড়ুন: নেত্রীর পশ্চিম মেদিনীপুর সফর ঘিরে উন্মাদনা