২০১৮-র স্মৃতিচারণ হাসির, ধোনির চোখে সেদিন জল দেখেছিলাম

Must read

মুম্বই : ইস্পাতকঠিন মানসিকতার জন্য পরিচিত এমএস ধোনি (Mahendra Singh Dhoni)। চরম চাপের মুখেও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাই ক্রিকেট দুনিয়া ধোনিকে ডাকে ‘ক্যাপ্টেন কুল’ নামে। অথচ সেই ধোনিকেই কাঁদতে দেখেছিলেন বলে দাবি করছেন মাইক হাসি (Michael Hussey)। সিএসকে-র ব্যাটিং কোচ জানাচ্ছেন, দু’বছরের নির্বাসন কাটিয়ে চেন্নাই সুপার কিংস আইপিএলে ফেরার পর রীতিমতো আবেগে ভেসে গিয়েছিলেন ধোনি। ২০১৫ সালের আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দলের এক শীর্ষ কর্তা জড়িত থাকার কারণে আইপিএল থেকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল চেন্নাই সুপার কিংস দলকে। তবে নির্বাসনের মেয়াদ শেষ করে ২০১৮ সালে আইপিএলের মঞ্চে ফিরেই চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।

আরও পড়ুন: নেত্রীর পশ্চিম মেদিনীপুর সফর ঘিরে উন্মাদনা

হাসির (Michael Hussey) বক্তব্য, ‘‘দু’বছর বাইরে থাকার পর আমরা ২০১৮ সালে আইপিএলে ফিরেছিলাম। এখনও মনে আছে, মরশুম শুরু হওয়ার আগে আমাদের ক্যাপ্টেন ধোনি (Mahendra Singh Dhoni) গোটা দলের সামনে কিছু বক্তব্য রেখেছিল। সেই সময় এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে, কেঁদে ফেলেছিল। ধোনির চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখেছিলাম। তখনই আমার মনে হয়েছিল, এবার বিশেষ কিছু ঘটতে চলেছে। শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম।’’ তবে এবারের আইপিএলে চেন্নাই খুব একটা ভাল জায়গায় নেই। ১০ ম্যাচে মাত্র তিনটি জয়, সাতটিতে হার। মাত্র ছ’পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে তারা। রবীন্দ্র জাদেজা নেতৃত্বের চাপ নিতে না পেরে, মাথপথে দায়িত্ব ছেড়েছেন ধোনির হাতে। এই পরিস্থিতিতে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। এদিকে, প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং আবার দাবি করেছেন, আইপিএলের ইতিহাসে সেরা অধিনায়কের নাম এমএস ধোনি।

Latest article