প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। জ্বালানির (fuel) দাম দেশজুড়ে বেড়েই চলেছে। এই নিয়ে প্রতিবাদে সরব বিরোধীরা। চুপ করে নেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল গোটা দেশ। ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় ধুঁকছে ত্রিপুরাও।
দলের মহিলা কর্মীদের উদ্যোগে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে সে কথাই জানালেন সুবল ভৌমিক, সুস্মিতা দেব ও রাজীব ব্যানার্জি।
আরও পড়ুন-একাধিক কর্মসূচি নিয়ে ১১ মে অসম সফরে যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়
অন্যদিকে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা ছাড়িয়ে গেল৷ শনিবার থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডােরর দাম আরও ৫০ টাকা বাড়ানো হল৷ কলকাতায় একটি রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে দাম পড়বে ১০২৬ টাকা৷ এতদিন যা ছিল ৯৭৬ টাকা৷ কিন্তু ১০২৬ টাকা দাম হলেও প্রায় সর্বত্রই গ্যাস দিতে এসে অতিরিক্ত অর্থ দাবি করেন গ্যাস সরবরাহকারী সংস্থার ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তি৷