ডানা মেলবে জেট

আর্থিক দুরবস্থার জন্য বন্ধ হয়ে যাওয়া এই বিমান সংস্থাটিকে ফের বাণিজ্যিক উড়ানের লক্ষ্যে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র

Must read

ফের ডানা মেলতে চলেছে জেট এয়ারওয়েজ। আর্থিক দুরবস্থার জন্য বন্ধ হয়ে যাওয়া এই বিমান সংস্থাটিকে ফের বাণিজ্যিক উড়ানের লক্ষ্যে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষবেলায় আকাশে উড়বে জেটের বিমান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর আপাতত প্রাথমিক একটি অনুমোদন দিয়েছে জেট এয়ারওয়েজকে।

আরও পড়ুন-বারাসত বিজেপিতে আবার ধস

যার ভিত্তিতে সংস্থাটির খোলনলচে বদলে ফেলতে হবে। বদলে ফেলতে হবে ম্যানেজমেন্ট, এমনকী অংশীদারদের নিয়ন্ত্রণের ছকও। এই প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করতে পারলে সরকারের খাতায় স্বীকৃত অপারেটর হিসেবে ফের নাম উঠবে জেটের। তারপর আবারও বাণিজ্যিক উড়ান পরিষেবা দিতে পারবে সংস্থাটি। ২০১৯ সালে বন্ধ হয়ে যাওয়া এই সংস্থাটির নতুন মালিক এখন জালান কালরক কনসোর্টিয়াম।

Latest article