মুম্বই, ৮ মে : সম্পত্তি গোপন এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায়, ইংল্যান্ডের কুখ্যাত ওয়ান্ডসওয়ার্থ জেলে বন্দি রয়েছেন বরিস বেকার। ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী জার্মান টেনিস কিংবদন্তির ঠিকানা আপাতত এই জেলেরই ছ’ফুট বাই ১২ ফুটের একটি কুঠুরি। তবে জেলের খাবার কিছুতেই খেতে পারছেন না বেকার। এ নিয়ে তিনি জেল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছেন বলে খবর।
প্রথম দিন বেকারকে ভুট্টার দানা দিয়ে তৈরি মাংসের একটি পদ খেতে দেওয়া হয়েছিল। যা মুখে তুলতে পারেননি। খাওয়ার পর পেটেরও সমস্যা হয়েছিল। এ নিয়ে জেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই জেলের ক্যান্টিন থেকে বিস্কুট, কলা বা চকোলেট কিনে খাচ্ছেন বেকার। জেলে সাপ্তাহিক পারিশ্রমিক হিসেবে ১০ পাউন্ড করে পান বেকার। তা দিয়েই ক্যান্টিন থেকে খাবার কিনছেন তিনি।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে কেটে যাচ্ছে জটিলতা, বার্নপুরে নতুন বিমানবন্দর
জার্মান টেনিস কিংবদন্তির ঘনিষ্ঠরা জানিয়েছেন, মাত্র কয়েক দিনেই জেলের জীবনে হাঁপিয়ে উঠেছেন বেকার। আপাতত তাঁকে একটি আলাদা একটি ছোট্ট কুঠুরিতে রাখা হলেও, জেলের নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই বেকারকে অন্যান্য কয়েদিদের সঙ্গে বড় ঘরে রাখা হবে। তবে তিনি একলা থাকতে চান বলে আবেদন জানিয়েছেন বেকার। কিন্তু তাঁর এই আবেদন আদৌ গ্রাহ্য করা হবে কি না, তা নিয়ে রীতিমতো সন্দিহান বেকারের ঘনিষ্ঠমহল।