২০১৩ সালে তৎকালীন সরকারকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য টুইট করে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু আজ তার জামানায় জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য আকাশছোঁয়া। তার জেরে নাজেহাল সাধারণ মানুষ। গ্যাসের দাম ১০০০ ছাড়িয়ে গিয়েছে। রবিবার কমে নি পেট্রল-ডিজেলের দাম। কলকাতা সহ দেশের তিন মহানগরীতে কমেনি পেট্রল-ডিজেলের দাম। এক মাসে বেশি বদল হয়নি পেট্রল-ডিজেলের। এপ্রিল মাসে দাম বাড়ে পেট্রল-ডিজেলের। এপ্রিল মাসের ৬ তারিখ শেষবারের মত বদল এসেছিল পেট্রল-ডিজেলের দামে। দাম বেড়েছিল ৮০ পয়সা। তারপরে আর বদল নেই পেট্রল-ডিজেলের দামে। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১১৫.১২ টাকা। লিটার প্রতি ডিজেল ৯৯.৮৩ টাকা।
আরও পড়ুন-কবিগুরুকে স্মরণ করে নোবেল উদ্ধার নিয়ে সিবিআইকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এবার এই নিয়ে সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর ২০১৩র টুইট তুলে নিজেদের সোশ্যাল মিডিয়াতে লেখা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আপনার জন্য কিছু খবর-
খাদ্য মূল্যস্ফীতি ৭.৮ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
৩২.৩৮ টাকা / কেজি (গড়), আটার দাম রেকর্ড বেশি। মাননীয় প্রধানমন্ত্রী, মূল্যস্ফীতি কমাতে আপনার কৌশল কী? আছে কোন কৌশল?
সতর্কতা: যাদের কাজ তাদের কথার সাথে মেলে না তাদের থেকে সাবধান।’