প্রতিবেদন : মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) সঙ্গীদের খোঁজে মুম্বই শহরজুড়ে তল্লাশি অভিযান চালাল এনআইএ। সোমবার মুম্বইয়ে কমপক্ষে ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। বান্দ্রা, বোরিভ্যালি, গোরেগাঁও, পারলে, সান্টাক্রুজ, মালাডের মতো বিভিন্ন এলাকায় একইসঙ্গে তল্লাশি চালানো হয়। দাউদের (Dawood Ibrahim) একাধিক সঙ্গীর বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনআইএ। পাশাপাশি মুম্বই (Mumbai) শহরের বিভিন্ন মাদক পাচারকারী, হাওলার সঙ্গে যুক্তদের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, এদিন তল্লাশি চলাকালীন দাউদ ঘনিষ্ঠ সেলিম ফ্রুট নামে এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থেকে আটক করা হয়। সেলিমের বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দাউদ গোষ্ঠীর একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা বেশিরভাগই দেশছাড়া। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে এনআইএ। মুম্বই বিস্ফোরণের সঙ্গে দাউদের নাম জড়িয়ে আছে। এছাড়াও মুম্বই শহর-সহ গোটা দেশে মাদক পাচার, অপহরণ, খুন, তোলাবাজি-সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত রয়েছে দাউদের নাম। যদিও বহুকাল ধরেই সে পাকিস্তানে (Pakistan) গা- ঢাকা দিয়ে রয়েছে৷
আরও পড়ুন: পুতিন যুদ্ধাপরাধী, দাম চোকাতে হবে রাশিয়াকে