ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তকে শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

আজ ১০ মে। ব্রতচারী আন্দোলনের নেতা ও জাতীয়তাবাদী লেখক গুরুসদয় দত্তের (Gurusaday Dutt) জন্মদিবস। ১৮৮২ সালের ১০ মে বাংলাদেশের সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার বীরশ্রী গ্রামে তাঁর জন্ম। পিতা রামকৃষ্ণ দত্ত ও মাতা আনন্দময়ী দেবীর কনিষ্ঠপুত্র ছিলেন তিনি। আজ তাঁর জন্ম দিবস উপলক্ষ্যে ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তকে (Gurusaday Dutt) শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee)।

ব্রতচারী অর্থাৎ ব্রত শব্দের অর্থ হল– কোন অভিষ্ট লক্ষ্যে পৌঁছনোর বিশেষ সংকল্প, চারী কথার অর্থ হল অনুসরন করা। কোন অভিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য যে বিশেষ পরিকল্পনা গ্ৰহণ করা এবং তারই সফল বাস্তবায়ন হল ব্রতচারী।

আরও পড়ুন: পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Latest article