ব্যাংকক, ১০ মে : গতকালই টমাস কাপের কোয়ার্টার ফাইনালে খেলা পাকা করে ফেলেছিলেন কিদাম্বি শ্রীকান্তরা। মঙ্গলবার আমেরিকাকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে উবের কাপের শেষ আটের টিকিট আদায় করে নিলেন পি ভি সিন্ধুরাও। টানা দু’টি ম্যাচ জয়ের সুবাদে ভারতীয় মেয়েদের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত। বুধবার গ্রুপের নিয়মরক্ষার শেষ ম্যাচে কোরিয়ার মুখোমুখি হবেন সিন্ধুরা। এই ম্যাচটা ঠিক করে দেবে, গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে।
আরও পড়ুন-রাসেলের মতো চালিয়ে খেলো ঋষভ বার্তা দিলেন শাস্ত্রী
এদিন প্রথম সিঙ্গলসে মার্কিন প্রতিদ্বন্দ্বী জেনি হাইকে ২১-১০, ২১-১১ গেমে উড়িয়ে দিয়ে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সিন্ধু। ডবলস ম্যাচে ভারতীয় জুটি তানিশা ক্রাস্টো ও তৃষা জলি ২১-১৯, ২১-১০ গেমে আমেরিকার ফ্রান্সেসকা করবেট ও অ্যালিসন লিকে হারিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর দ্বিতীয় সিঙ্গলসে আকর্ষী কাশ্যপ ২১-১৮, ২১-১১ গেমে এস্থার শিকে হারানোর পরেই ম্যাচ পকেটে পুরে ফেলেছিল ভারত।
দ্বিতীয় ডবলসে অবশ্য ভারতীয় জুটি সিমরন সিং ও ঋতিকা থাকের ১২-২১, ২১-১৭, ১৩-২১ গেমে হেরে যান মার্কিন জুটি লরেন লাম ও কোডি টাং লির কাছে। যদিও তৃতীয় সিঙ্গলসে অস্মিতা চাহিহা ২১-১৮, ২১-১৩ গেমে নাতালি চিকে হারিয়ে ভারতের ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।