সংবাদদাতা, আলিপুরদুয়ার : ‘বাংলা উন্নয়নের পথে এগারো বছর’ এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল সরকারের বিগত এগারো বছরের সাফল্য তুলে ধরার ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে উন্নয়নের পথ ধরে, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প সম্পর্কে জেলার প্রান্তিক মানুষদের সচেতন করতে, সরাসরি চা শ্রমিকদের কাছে পৌঁছে গেলেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা।
আরও পড়ুন-করোনা নিয়ে ভয় নেই, সকলকে মাস্ক পরতে অনুরোধ করব: জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার সকালে জেলাশাসক কালচিনি ব্লকের নিমতিঝোরা চা বাগানে পৌঁছে সরাসরি চা শ্রমিকদের মাঝে চলে যান। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সই করা শুভেচ্ছাবার্তা তুলে দেন বিভিন্ন প্রকল্প প্রাপকের হাতে। চা শ্রমিকদের সরকারি কোনও প্রকল্পের সুবিধা পেতে কোনও সমস্যা হচ্ছে কিনা, তা সরাসরি তাদের মুখ থেকে জেনে নেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, যেগুলো রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নে মাননীয়া মুখ্যমন্ত্রী চালু করেছেন, তারও সবিস্তারে তাদের বোঝান। কালচিনি ব্লকে সরকারি প্রকল্পের তথ্য যাতে সাধারণ মানুষ সহজেই জানতে পারে তার জন্য একটি ট্যাবলোর সূচনা করেন তিনি।
আরও পড়ুন-সিএএ ও এনআরসি নিয়ে অসম থেকে অমিত শাহকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
যদি কেউ কোনও কারণে সরকারি প্রকল্পে আবেদন করতে পারেননি, তাঁদের সেই প্রচারের গাড়ি থেকেই সঙ্গে সঙ্গে আবেদনপত্র দেওয়ার ব্যবস্থাও করেছে জেলা প্রশাসন। এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্য তথা আমাদের জেলায় উন্নয়ন চলছে, মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জেলা প্রশাসনের এই প্রয়াস।