প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক দামের কারণে যখন মানুষের নাভিশ্বাস উঠছে তখন তাদের ওপর চাপ বাড়িয়ে জাতীয় সড়কে ফের বাড়ল টোল ট্যাক্স। আপাতত খড়্গপুরে একটি টোলেই মাশুল বেড়েছে। তবে এটা সারা রাজ্যে আরেকদফা শুল্ক বাড়ানোর মহড়া কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিষয়টির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সুরেই ক্ষোভ বিশ্বভারতীর আশ্রমিকদের, নোবেল উদ্ধারে ফেল সিবিআই
বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ৮০০-র বেশি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাস্তার টোল, রান্নার গ্যাস পেট্রল, ডিজেল, সব কিছুরই দাম বাড়ছে। কমছে শুধু সৌজন্যের। এপ্রিল মাস থেকেই নতুন হারে টোল ট্যাক্স চালু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফের একবার বৃহস্পতিবার থেকে ৬ নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বালিভাসা টোল প্লাজায় বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ছোট গাড়ির ক্ষেত্রে ৮০ টাকার বদলে এবার থেকে গুনতে হবে ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। স্বাভাবিকভাবেই খরচ বাড়ায় মাথায় হাত নিত্যযাত্রীদের। সবমিলিয়ে, এই পরিস্থিতিতে আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।