প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন। সেইমতো ইউক্রেন-ফেরত মেডিক্যাল পড়ুয়াদের প্র্যাক্টিক্যাল ক্লাসের সুযোগ করে দিল রাজ্য সরকার। কেন্দ্র জানিয়ে দিয়েছিল ইউক্রেন থেকে মাঝপথে ডাক্তারি পড়া ছেড়ে দেশে ফিরে আসা পড়ুয়ারা থিওরি ক্লাস করতে পারবেন না এবং পরীক্ষাও দিতে পারবেন না। কিন্তু রাজ্য সরকার মেডিক্যাল পড়ুয়াদের পাশে দাঁড়াল।
আরও পড়ুন-সপ্তসিন্ধু জয় চান সায়নী
স্বাস্থ্য ভবন এদিন স্পষ্ট করে দিয়েছে প্রত্যেক পড়ুয়াই সরকারি হাসপাতালে প্র্যাক্টিক্যাল ক্লাস করতে পারবেন। তাঁদের সরকারি মেডিক্যাল কলেজে হাতেকলমে ক্লাস করার সুযোগ দেবে স্বাস্থ্য দফতর। কিন্তু তার জন্য ইচ্ছুকদের সাত দিনের মধ্যে আবেদন জানাতে হবে। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে, ইউক্রেন-ফেরত এমবিবিএস এবং বিডিএস পড়ুয়ারা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে ক্লাস করার সুযোগ পাবে। তবে এ-জন্য একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দফতরে। নির্দেশিকা প্রকাশ হওয়ার সাত দিনের মধ্যে আবেদন করেতে হবে।