ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি সেনার গুলিতে প্রাণ হারালেন আল জাজিরার এক প্রবীণ মহিলা সাংবাদিক (Shireen Abu Akleh)। মৃত সাংবাদিকের নাম শিরিন আবু আকলে (Shireen Abu Akleh)। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ইজরায়েলি সেনার আক্রমণে গুরুতর জখম হয়েছেন আলি-আল-সামুদি নামে আর এক সাংবাদিক। তবে ইজরায়েলি সেনা সাংবাদিক হত্যার এই খবর অস্বীকার করেছে। কাতারের উপবিদেশমন্ত্রী লোলওয়া-আল খাতের সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, খবর সংগ্রহ করতে গিয়ে শিরিন প্রাণ হারিয়েছেন। ইজরায়েলি সেনা শিরিনের মুখ লক্ষ্য করে গুলি চালায়। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ইজরায়েলি সেনা ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শহরে একটি শরণার্থী শিবির লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে তারা কোনও সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায়নি।
আরও পড়ুন: সুপ্রিম রায়ে আপাত-স্বস্তি, তবে পুনর্বিবেচনা মানে প্রত্যাহার নয়