নওয়াজের মুখোমুখি শাহবাজ। দাদা তথা পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে বুধবার লন্ডন এসেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দাদা নওয়াজের সঙ্গে বাড়িতে টানা ৬ ঘণ্টা বৈঠক করেন। জানা গিয়েছে, দাদা নওয়াজ তাঁর প্রধানমন্ত্রী ভাই শাহবাজকে পরামর্শ দিয়েছেন, পাকিস্তানে এখনই তাড়াহুড়ো করে নির্বাচন করার প্রয়োজন নেই।
আরও পড়ুন-শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত উঠছে প্রেসিডেন্ট বদলের দাবি
দেশ বর্তমানে গভীর আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতেই জোর দেওয়া উচিত নতুন সরকারের৷ যদিও সদ্য ক্ষমতা হারানো প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান অবিলম্বে দেশে সাধারণ নির্বাচনের দাবি তুলেছেন। কিন্তু নওয়াজের পরামর্শ শাহবাজ মানলে ইমরানের দাবি ধাক্কা খেতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।