প্রতিবেদন : স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপনে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা। এর পরেই সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সম্পাদক সঞ্জীব আচার্য্য।
আরও পড়ুন : উত্তরবঙ্গের উন্নয়ন তদারকির দায়িত্বভার এবার চন্দ্রিমার
এরপর চিন্ময়ী ভারতমাতাকে নানা উপাচারে বরণ করা হয়।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হাড় হিম করা দুঃসাহসিক যুদ্ধের এক কাণ্ডারীকে সম্মাননা প্রদান। জ্যোৎস্না শী। যিনি বাঘের মুখ থেকে তাঁর স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। তাঁর হাতে সংস্থার পক্ষ থেকে সম্মানের স্মারক তুলে দেন সঞ্জীব আচার্য্য।
আরও পড়ুন :শিশুসাহিত্য নিয়ে কাজ করার উদ্যোগ ছায়ানটের
গত এপ্রিল মাসে সুন্দরবনের কুড়ি নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন শঙ্কর শী এবং তাঁর স্ত্রী জ্যোৎস্না। অকস্মাৎ বাঘ ঝাঁপিয়ে পড়ে শঙ্করবাবুর ঘাড়ে। উপস্থিত বুদ্ধির জোরে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘের কানের ভিতর হাত ঢুকিয়ে টান দিয়ে বাঘটিকে প্রতিনিয়ত আঘাত করতে থাকেন জ্যোৎস্না। অবশেষে তিনি তাঁর স্বামীকে বাঁচাতে সক্ষম হন। এই বীরাঙ্গনার পরিবারের সদস্যদের সংস্থার পক্ষ থেকে বিনা ব্যায়ে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়েছে।