পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে এক দৈত্যাকৃতি গ্রহাণু। ১৬ মে রাত ২টা ৪৮ মিনিট নাগাদ পৃথিবীর একেবারে কাছে চলে আসবে এই গ্রহাণু। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি ১৬০০ ফুট চওড়া। এই গ্রহাণুকে ৩৮৮৯৪৫ এই ক্রমিক সংখ্যা দিয়ে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীদের আশঙ্কা, গ্রহাণুটি যদি কোনওভাবে পৃথিবীকে একবার ছুঁয়ে যায় তবে বড় ধরনের বিপদ হতে পারে।
আরও পড়ুন-মূল্যবৃদ্ধি ও উৎপাদন ঘাটতির জের, এবার গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র
তবে তেমন বড় মাপের কোনও বিপদের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে নাসা। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি পৃথিবী থেকে ২৫ লক্ষ মাইল দূর দিয়ে বেরিয়ে যাবে। শুনতে ২৫ লক্ষ মাইল হলেও মহাকাশ বিজ্ঞানের ভাষায় এটা পৃথিবীর কান ঘেঁষে যাবে। উল্লেখ্য, সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রতি দুই বছরে একবার এই গ্রহাণুটি নিয়ম করে পৃথিবীর খুব কাছে চলে আসে।