নারী ও পুরুষ একসঙ্গে বসে আর রেস্তোরাঁয় খেতে পারবেন না। পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশে এই ফতোয়া জারি করেছে তালিবান সরকার। তালিবান সরকার এক নির্দেশে জানিয়েছে, এখন থেকে পুরুষরা আর পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে রেস্তোরাঁয় খেতে পারবেন না এমনকী, তাঁরা স্বামী-স্ত্রী হলেও এই নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুন-আসছে গ্রহাণু
ইতিমধ্যেই এই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। কোনও রেস্তোরাঁয় নারী-পুরুষ একসঙ্গে খেতে গেলে রেস্তোরাঁ ম্যানেজার তাঁদের আলাদা টেবিলে বসার নির্দেশ দিচ্ছেন। কেউ যদি এই নির্দেশ অমান্য করেন তবে তাঁকে রেস্তোরাঁয় খাওয়ার সুযোগই দেওয়া হচ্ছে না। তালিবান আধিকারিক রিয়াজুল হক জানিয়েছেন, শুধু রাস্তা নয়, পার্কে বসার ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হবে। মহিলারা বৃহস্পতি, শুক্র ও শনিবার পার্কে যেতে পারবেন। বাকি দিনগুলোতে যেতে পারবেন পুরুষরা।