প্রতিবেদন : কলকাতা পুলিশের সাইবার ক্রাইম (Kolkata Police Cyber Crime Branch) শাখাকে আরও শক্তিশালী এবং আধুনিক করে তোলা হচ্ছে। এই লক্ষ্যে বিভিন্ন থানায় কর্তব্যরত সাইবার অপরাধ দমনে পারদর্শী অফিসারদের সাইবার ক্রাইম (Kolkata Police Cyber Crime Branch) বিভাগে ফিরিয়ে আনা হচ্ছে। সাইবার ক্রাইম সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং এ বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এমন অফিসারদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, শহরকে অপরাধমুক্ত করতেও বিভিন্ন থানার বেশ কিছু বাছাই করা অফিসারকে নিয়ে আসা হচ্ছে গোয়েন্দা বিভাগে। চাঙ্গা করা করা হচ্ছে গুন্ডাদমন শাখাকেও। জানা গিয়েছে লালবাজারসূত্রে। লক্ষণীয়, বিনীত গোয়েল নগরপালের দায়িত্ব নেওয়ার পরেই জানিয়ে দিয়েছিলেন, সাইবার অপরাধ দমন করাটা তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এই বিষয়ে। এরপর থেকেই বিশেষ সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। একের পর এক ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করে গ্রেফতার করে কিংপিনদের। চিহ্নিত করা শুরু হয় ভুয়ো ওয়েবসাইট। কিন্তু তবুও সমস্যা থেকেই যাচ্ছে। নতুন নতুন কায়দায় সাধারণ মানুষকে প্রতারিত করছে সাইবার-অপরাধীরা। হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সেই কারণেই সাইবার ক্রাইম বিভাগকে ঢেলে সাজার সিদ্ধান্ত লালবাজারের।
আরও পড়ুন: কর্মতীর্থকে নতুন করে সচল করার উদ্যোগ