অগ্নিকাণ্ডে গ্রেফতার

Must read

প্রতিবেদন : দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল অভিশপ্ত বাড়ির মালিক মণীশ লাকড়াকে (Manish Lakra)। আগুন লাগার সময় মণীশ (Building Owner Manish Lakra) ও তাঁর পরিবারও ওই বাড়িতেই ছিলেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন মণীশ। অবশেষে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। রাজধানী দিল্লির মুন্ডকা মেট্রো (Delhi Mundka Metro Station) স্টেশনের কাছে একটি চারতলা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত সরকারিভাবে প্রাণ হারিয়েছেন ২৭ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১২ জন। তবে এখনও ২৯ জনের কোনও খোঁজ মিলছে না। উদ্ধারকাজ চলাকালীন দ্বিতীয় তলায় মিলেছে বেশ কিছু পোড়া দেহাংশ। নিখোঁজ স্বজনদের পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন পরিবারের লোকেরা। কিন্তু এখনও হদিশ পাননি। আগুনে যে ২৭ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে ২১ জনই মহিলা।

আরও পড়ুন: রুশ প্রেসিডেন্ট বেশিদিন বাঁচবেন না, দাবি ঘনিষ্ঠ ধনকুবেরের

Latest article