নয়াদিল্লি, ১৫ মে : কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন জানিয়েছেন, টমাস কাপ জয় বিশ্ব ব্যাডমিন্টনের মানচিত্রে ভারতকে সুপার পাওয়ারের তকমা পেতে সাহায্য করবে। এবার আরেক প্রাক্তন ভারতীয় তারকা পুল্লেলা গোপীচাঁদ চান ভারতীয় শাটলাররা বিশ্ব ব্যাডমিন্টনকে শাসন করছেন, এমন দৃশ্যের সাক্ষী থাকতে। একই সঙ্গে তাঁর দাবি, অলিম্পিকে সোনা জয়ই ভারতীয় শাটলারদের একমাত্র লক্ষ্য হতে পারে না। বরং গোপীচাঁদ এমন দিনের অপেক্ষায় রয়েছেন, যেদিন বিশ্বের সেরা তিরিশজন শাটলারের মধ্যে অন্তত ১০ জন ভারতীয় থাকবেন।
আরও পড়ুন-সিএসকে’র সঙ্গে কি সম্পর্ক ছেদ, আঘাত পেয়েছেন জাদেজা
এই প্রসঙ্গে ২০০১ সালের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন বলছেন, ‘‘টমাস কাপের সাফল্য আমাদের ধরে রাখতে হবে। অদূর ভবিষ্যতে ব্যাডমিন্টনের সব বিভাগে বিশ্বের সেরা ৩০ জনের মধ্যে অন্তত ১০জন ভারতীয়কে দেখতে চাই। সেটা সিঙ্গলস হোক কিংবা ডাবলস। এটাই আমার স্বপ্ন। যদি এই লক্ষ্যপূরণ হয়, তাহলেই আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে যাবে।’’
আরও পড়ুন-‘গত ৫ মাস ধরে ১০০ দিনের কাজের টাকার বরাদ্দ অর্থ দিচ্ছে না’, বিকল্প জানালেন মুখ্যমন্ত্রী
গোপীচাঁদ আরও বলেন, ‘‘অলিম্পিকে পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল পদক জেতায়, মেয়েদের ব্যাডমিন্টন সব সময় প্রচারের আলোয় থাকে। এবারেই দেখুন, মেয়েদের দল কিন্তু উবের কাপে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে। আমি বলব, খারাপ ফল করেছে। কিন্তু ছেলেদের সাফল্যের পর ওদের ব্যর্থতা নিয়ে কেউ কথা বলছে না। আবার অলিম্পিকে যখন মেয়েরা সাফল্য পায়, তখন ছেলেদের অলিম্পিকের ব্যর্থতা নিয়ে আলোচনা হয় না। যদি সব বিভাগে বিশ্বের প্রথম তিরিশে আমাদের দশজন খেলোয়াড় থাকে, তাহলে আমাদের পদক প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে।’’