উত্তর দিনাজপুরে কৃষকরত্ন ৯ জনকে

উন্নত কৃষি চিন্তাভাবনার কারণে ওই পুরস্কার প্রাপকরা অন্য সকলের কাছে দৃষ্টান্ত হয়েছেন বলেই থেকে জানানো হয়েছে।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : এ বছরও উত্তর দিনাজপুর জেলায় পালিত হল কৃষক দিবস। রাজ্যের অন্য জায়গার মতো এখানেও কৃষকরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষিকাজে আরও আকৃষ্ট করতেই এই পুরস্কার চালু করেছেন। এবারে রায়গঞ্জের উদয়পুরের কৃষকবাজারে পুরস্কার দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা ও মুখ্যমন্ত্রীর সই করা মানপত্র প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-চালসা স্টেশনে গাছ পড়ে বন্ধ ট্রেন চলাচল

উত্তর দিনাজপুরের ৯ জন কৃষকের হাতে এদিন পুরস্কার তুলে দিলেন উপ কৃষি-অধিকর্তা শফিকুল আলম। জেলার বাকি আটটি ব্লকেও কৃষকরত্ন পুরস্কার দেওয়া হয়। শফিকুল বলেন, ‘‘প্রতি বছরের মতো এ বছরও কৃষকরত্ন পুরস্কার জেলার ৯ জন কৃষিজীবী মানুষের হাতে তুলে দিয়েছি।’’ কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি উন্নত কৃষি চিন্তাভাবনার কারণে ওই পুরস্কার প্রাপকরা অন্য সকলের কাছে দৃষ্টান্ত হয়েছেন বলেই থেকে জানানো হয়েছে।

Latest article