সংবাদদাতা, তুফানগঞ্জ : বিএসএফের অত্যাচারে অতিষ্ঠ কোচবিহারের সীমান্তবর্তী গ্রামের মানুষজন। অভিযোগ, সীমান্ত এলাকায় চাষাবাদে বাধা দিচ্ছে, নিরীহ লোকেদের উপরে অত্যাচার চালাচ্ছে, গ্রামবাসীদের রাস্তার উপরে উঠতে দিচ্ছে না, গবাদিপশু রাস্তায় উঠলে লাথি মেরে নিচে নামিয়ে দিচ্ছে। এছাড়াও সময়মতো গেট খোলা হয় না, হালের গরু নিতে দেয় না, বিএসএফ মনমর্জি মতো কাজ করছে। বিএসএফের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ নিয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা পথ অবরোধে শামিল হলেন। মঙ্গলবার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ঘোড়াপাড়ায়। বিক্ষোভে শামিল হন ‘আমরা সীমান্তবাসীর পক্ষ’ ব্যানার নিয়ে স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কাঁটাতারের ভিতরে পাট, কলা ও ভুট্টাচাষ করতে দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও দেবঋষি বন্দোপাধ্যায় ও তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুন-উত্তর দিনাজপুরে কৃষকরত্ন ৯ জনকে
গ্রামবাসীদের দাবি মেনে কৃষ্ণপুর ঘোড়াপাড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৈঠক হয়। বৈঠকে গ্রামবাসীরা ছাড়াও ছিলেন বিডিও, বিএসএফ আধিকারিক পীযূষ বৈদ্য ও তুফানগঞ্জ থানার পুলিশ। বিএসএফ জানায়, কেন্দ্রীয় সরকারের যে সব নির্দেশ রয়েছে তা পরিবর্তন করা সম্ভব নয়। বাকিটা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। বৈঠক শেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।