স্কুল খোলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : করোনার তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি দেখে, পুজোর পরে খুলবে স্কুল। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, স্কুল সঠিকভাবে স্যানিটাইজ করে, ভাইফোঁটার পরেই খুলবে স্কুল।

করোনার সংক্রমণ রুখতে, গতবছর ১৪ মার্চ বন্ধ হয়েছিল স্কুল। কিছুদিন বন্ধ থাকার পরে, অনলাইনে লেখাপড়া শুরু হলেও, প্রায় দেড় বছর স্কুলের গেট পেরিয়ে ছোটাছুটি বা বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া হয়নি পড়ুয়াদের।

 

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ না করলে, পুজোর পরে স্কুল খুলবে। তবে, পাশাপাশি মমতা জানান, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যের পরিস্থিতি ভাল নয়।

আরও পড়ুন : “সেই সাইকেলে করে আমি এখন স্কুলে যাচ্ছি, ধন্যবাদ দিদি”

এর আগেও মুখ্যমন্ত্রী পুজোর পরে রাজ্যে স্কুল খুলতে পারে বলে জানিয়েছিলেন। একদিন অন্তর একদিন স্কুলের ক্লাস চালু করার কথাও জানান তিনি।

তবে, এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, করোনা তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি দেখেই পুজোর পরে স্কুল খোলার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

এর পাশাপাশি, রাজ্যে সাঁওতালি, কামতাপুরি, ইংরাজি মাধ্যম স্কুলের কথা জানান মমতা। ৫০০ সাঁওতালি স্কুল, ১০০ ইংলিশ মিডিয়াম স্কুল, ১০০ কামতাপুরী মাধ্যম স্কুল খোলা হবে। খুলবে হিন্দি ও উর্দু কলেজও।

Latest article