প্রতিবেদন : নিয়ম অনুযায়ী নির্বাচনের ছমাসের মধ্যেই করতে হয় উপনির্বাচন। সেই হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেও কেটে গিয়েছে প্রায় চারমাস। কিন্তু এখনও উপ নির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের উপনির্বাচনের দিন ঘোষণা করা উচিত। করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে, এই পরিস্থিতিতে নির্বাচন করা ভালো বলে মুখ্যমন্ত্রীর।
এরাজ্যে ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে ভোট রয়েছে। নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায় বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। ভবানীপুরের জয়ী তৃণমূল প্রার্থীও বিধায়ক পদ ছেড়েছেন। উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ফলে এই পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে। এর পাশাপাশি, নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট গ্রহণ স্থগিত ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। মুখ্যমন্ত্রী বলেন, “চার মাস হয়ে গেল এখনও ভোটের দিন ঘোষণা করল না নির্বাচন কমিশন । এটা মানুষের এটা গণতান্ত্রিক অধিকার।”
আরও পড়ুন : স্কুল খোলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইতিমধ্যেই কোভিড পরিস্থিতিতে নির্বাচন বা উপনির্বাচন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মতামত কী? জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৫ রাজ্যের রাজনৈতিক দলগুলিকে এই চিঠি দেওয়া হয়েছে। ৩০ অগাস্টের মধ্যে উত্তর জানাতে হবে। তিনি বলেন, এখন রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। এই অবস্থায় ভোট করা গেলে সেটা ভালো হবে।