প্রতিবেদন : ভারত ও বাংলাদেশ (India-Bangladesh Train) দু’দেশের মানুষের জন্যই সুখবর। বুধবার রেলমন্ত্রক জানিয়েছে, ১ জুন থেকে চালু হবে মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)। একইসঙ্গে চালু হবে বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস। ভারতীয় রেলের এক শীর্ষ আধিকারিক এদিন জানিয়েছেন, করোনা সংক্রমণ এখন প্রায় নিয়ন্ত্রণে। পরিস্থিতির উন্নতির কারণে দু’দেশের (Train-Bangladesh Train) মানুষই এই তিনটি ট্রেন চালু করার দাবি জানাচ্ছিলেন। তাঁদের সেই দাবি মেনে নিয়ে জুন মাসের প্রথম দিন থেকেই শুরু হবে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেসের চলাচল। করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের চলাচল স্থগিত করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষের উপলক্ষে চালু করা হয়েছিল মিতালি এক্সপ্রেস। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন পথে নিয়মিত বিপুল পরিমাণ যাত্রী যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় তাঁরা চরম সমস্যায় পড়েছিলেন। সেই সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতেই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে। এই রেলযাত্রা দু’দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা।
আরও পড়ুন: গুজরাতে লবণ কারখানার দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন ১২ জন শ্রমিক