৩৪ বছরের পুরনো এক মামলায় (Road-Rage) এক বছরের কারাদণ্ড হল কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর (Navjot Singh Sidhu)। ১৯৮৮ সালে একটি পথ হিংসার মামলায় (Road-Rage) দোষী সাব্যস্ত হয়েছেন পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি (Navjot Singh Sidhu)। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সিধুকে হেফাজতে নেবে পাঞ্জাব পুলিশ। সর্বোচ্চ আদালত এদিন তার রায়ে সিধুকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। দেশের ক্রিকেট দলের এই প্রাক্তন তারকাকে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ নম্বর ধারায় সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এই প্রাক্তন তারকার বিরুদ্ধে অভিযোগ ছিল, রাস্তায় গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ঝামেলা বাধে। সিধু ও গুরনামের মধ্যে শুরু হওয়া বচসা একসময় হাতাহাতিতে গড়ায়। সিধু ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে এনে প্রচণ্ড মারধর করেন। সিধুর ঘুষিতে মাথায় আঘাত পেয়েছিলেন গুরনাম। পরে তাঁর মৃত্যু হয়। শীর্ষ আদালতের বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি সঞ্জয় কিষাণ কলের বেঞ্চ এই রায় দেয়৷
আরও পড়ুন: দিল্লিতে সবজি কিনতে গিয়ে গণধর্ষিত নাবালিকা