প্রতিবেদন : বিপত্তির জেরে ৪ মাস পিছিয়ে যাচ্ছে বউবাজারে মেট্রোর (Metro Rail) কাজ। আসলে বর্ষার মুখে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতা মেট্রোরেল কর্পোরেশন। তাই বর্ষার মেয়াদ বাড়লে আরও পিছিয়ে যেতে পারে বউবাজার মেট্রোর (Metro Rail) কাজ। সিদ্ধান্ত কর্তৃপক্ষের। সামনের সপ্তাহেই ঘটনাস্থল পরিদর্শনে আসছেন বিশিষ্ট ভূ-বিশেষজ্ঞ লিওনার্দো জন ইন্ডিকট। কেএমআরসিএল-এর বিশেষজ্ঞ কমিটির সদস্য লিওনার্দোই এর আগেরবার বিপত্তির কারণ খতিয়ে দেখে সমাধানের উপায় বাতলে ছিলেন। তাঁর পেশ করা রিপোর্টে ছিল বিশেষ কিছু সুপারিশ। এবারে বিপত্তির পরে আবার নতুন করে মাটি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআইটি রুরকির ইঞ্জিনিয়রদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। মাটি পরীক্ষার রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ। ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে একটি বাড়ি ভাঙার কাজ। আরও একটি বিপজ্জনক বাড়ি ভাঙার প্রয়োজনীয়তার কথা জানিয়ে কলকাতা পুরসভাকে চিঠি দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন।
আরও পড়ুন: ভুয়ো সংঘর্ষই রিপোর্ট জমা সুপ্রিম কোর্টে