মোদি জমানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের হেনস্তা এখন নিয়মে পর্যবসিত। পি চিদম্বরমের পর এবার টার্গেট লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। চাকরি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে লালুর (Lalu Prasad Yadav) বিরুদ্ধে এবার নয়া মামলা দায়ের করল সিবিআই (CBI)। সেইসঙ্গে তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিসা ভারতীরও নাম উঠেছে সিবিআইয়ের তালিকায়। মোট ১৫টি জায়গায় তল্লাশিও চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ, পশুখাদ্য কেলেঙ্কারি থেকে রেহাই পাওয়ার মাস কয়েক পরেই আরজেডি প্রধানের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির মামলা দায়ের করল সিবিআই। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সিবিআইয়ের দাবি, রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে জমি এবং টাকা ঘুষ হিসেবে নিয়েছিলেন লালুপ্রসাদ এবং তাঁর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: সেনার সাফল্য, এই প্রথম দেশে তৈরি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র