সৌমালি বন্দ্যোপাধ্যায়: এবার রাজ্যের সব গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ বাধ্যতামূলক। পঞ্চায়েত দফতরের উদ্যোগে আগামী মঙ্গলবার ২৩ মে থেকে শুরু হচ্ছে জেলাভিত্তিক ওই প্রশিক্ষণ শিবির। পঞ্চায়েত দফতরের অধীনস্থ ‘পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংস্থা’র পরিচালনায় ওয়েবেলের মাধ্যমে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের এই কম্পিউটার প্রশিক্ষণ শিবির হবে। রাজ্যের ৩৩২ ব্লকের মোট ৩২০৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান মিলিয়ে ৬৩৮৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন-১০ লক্ষ নতুন কৃষকবন্ধু
প্রতিটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের ডিজিটাল সাক্ষরতার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেক সময় প্রধান ও উপপ্রধানরা ঠিকঠাক কম্পিউটার ব্যবহার না জানার কারণে কিছু পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রকল্পের কাজ ধীরগতিতে চলে। এখন থেকে এই সমস্যা যাতে আর না হয় সেই জন্যই পঞ্চায়েত দফতরের উদ্যোগে প্রত্যেক প্রধান ও উপপ্রধানদের ডিজিটালি সাক্ষর করে তোলা হচ্ছে। এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে।
আরও পড়ুন-সবংয়ে এবার হচ্ছে মাদুর হাব
এই অবস্থায় কোনও পঞ্চায়েতে প্রধান বা উপপ্রধানরা কম্পিউটার না জানার কারণে যাতে কোথাও উন্নয়নের কাজ আটকে না যায় তার জন্যেই রাজ্যের সমস্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। এর ফলে উন্নয়নের কাজ আরও দ্রুতগতিতে হবে।’ জেলাভিত্তিক আলাদা আলাদা ব্যাচ করে আগামী ২৩ মে থেকে শুরু হয়ে পুরো জুন মাস ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। আগামী মাসের ৩০ জুন শেষ হবে এই ট্রেনিং। কম্পিউটার ট্রেনিং শুরু হবার খবরে বেজায় খুশি পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা। তাঁরা বলছেন, ‘এখন থেকে এক ক্লিকেই আমরা যেকোনও প্রকল্পের সর্বশেষ অবস্থা নিজেরাই দেখে নিতে পারব।’ এর ফলে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কাজে আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে।