মুম্বই: আইপিএল প্লে-অফ আগেই নিশ্চিত করেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু প্রথম দুইয়ে থাকতে হলে শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারাতেই হত সঞ্জু স্যামসনদের। সেই কাজটাই মসৃণভাবে করেছে রাজস্থান। সেটা সম্ভব হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের সৌজন্যে। দলকে প্লে-অফে প্রথম দুইয়ে রেখে অশ্বিন (Ravichandran Ashwin) জানিয়েছেন, তাঁর মিলিয়ন ডলারের অনুভূতি হচ্ছে। এর পর প্রশ্নের উত্তরে হাসতে হাসতে উত্তর দিলেন, ‘‘নিজের ভেতর থেকে ডেভিড ওয়ার্নারকে বের করে আনলাম।’’
এবারের আইপিএলে শেষ কয়েকটি ম্যাচে অশ্বিনকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে এনেছে রয়্যালস টিম ম্যানেজমেন্ট। দিল্লি ম্যাচে তো তিন নম্বরে ব্যাট করে হাফসেঞ্চুরিও করেন। কিন্তু টিম ইন্ডিয়ার তারকা স্পিনারের কাছে শুক্রবারের চেন্নাই ম্যাচ বিশেষ কিছু। কারণ, এই জয়েই প্রথম দুইয়ে থেকে আইপিএল প্লে-অফ খেলবে অশ্বিনদের রাজস্থান। ফলে কোয়ালিফায়ার ওয়ানে হারলেও ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাবে দল।
আরও পড়ুন: বিরাটকে ফর্মে দেখে স্বস্তিতে শচীন
উচ্ছ্বসিত অশ্বিন (Ravichandran Ashwin) বলেছেন, ‘‘সিএসকে ম্যাচ জিতিয়ে আমার মিলিয়ন ডলারের অনুভূতি হচ্ছে। আমার কাছে বিশেষ দিন। ম্যাচ শেষ করতে পারার অনুভূতিই আলাদা। নিজের মধ্যে ডেভিড ওয়ার্নারকে আবিষ্কার করলাম।’’ তারকা অফ স্পিনারের সংযোজন, ‘‘মরশুম শুরুর আগেই টিম ম্যানেজমেন্ট আমার কাছে পরিষ্কার করে দিয়েছিল, ঠিক কোন দায়িত্বটা আমাকে দেওয়া হচ্ছে। আমি প্রস্তুতি ম্যাচে ওপেনও করেছি। আমাকে বলা হয়েছিল, শুধু ডেথে নয়, ম্যাচে পাওয়ার প্লে-তে ব্যাট করতে হতে পারে।’’ কথাগুলো বলার সময় অশ্বিনের মুখে চওড়া হাসি।