নয়াদিল্লি : শোয়েব আখতারের (Shoaib Akhtar) বোলিং অ্যাকশন নিয়ে কটাক্ষ করেছিলেন বীরেন্দ্র শেহবাগ (Virendra Sehwag)। কোনও রাখঢাক না করেই বীরু জানিয়েছিলেন, শোয়েবের কনুই ভাঙত। তাই বলটা কোথা থেকে আসবে, তা বোঝাই যেত না। অর্থাৎ প্রাক্তন পাক ফাস্ট বোলার বল ছুঁড়তেন, তেমনটাই ইঙ্গিত করেছিলেন শেহবাগ।
এরই পাল্টা দিলেন শোয়েব (Shoaib Akhtar)। তাঁর সাফ কথা, ‘‘শেহবাগকে (Virendra Sehwag) অনুরোধ করব এই ধরনের মন্তব্য না করার জন্য। ও কি আইসিসি-র থেকেও বেশি জানে? তাহলে অবশ্য বলতেই পারে। তবে ওর প্রতি আমার মতামত পুরোপুরি অন্য। আমার মতে, শেহবাগ ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার। একজন দুর্দান্ত টিমম্যান এবং ভারতের অন্যতম সেরা ওপেনার।’’
আরও পড়ুন: নিজেকে ওয়ার্নার মনে হচ্ছিল, বললেন অশ্বিন
শোয়েব আরও যোগ করেছেন, ‘‘আমি যে বয়সে এসে পৌঁছেছি, তাতে ভেবেচিন্তে কথা বলি। এমন কোনও মন্তব্য করি না যাতে এমন একজন খেলোয়াড় অপমানিত হয়, যে কিনা দেশের হয়ে ঘাম-রক্ত ঝরিয়েছে। শেহবাগ আমার ঘনিষ্ঠ বন্ধু। জানি না, ও মজা করে কথাটা বলেছে কি না।’’ প্রাক্তন পাক পেসারের বক্তব্য, ‘‘ক্রিকেটারদের এমন কিছু বলা উচিত নয়, যাতে ভারত-পাকিস্তান সম্পর্ক নষ্ট হয়। বরং কোনওভাবে যদি সম্পর্ক ভাল করার সুযোগ থাকে, আমি তো সেখানে সেতুর ভূমিকাই পালন করতে চাইব।’’