কয়েকদিন ধরে জল্পনা চলছিল তিনি তৃণমূল কংগ্রেসে ফিরছেন। অবশেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে ঘরে ফিরলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)৷
রবিবার বিকেলে অর্জুন সিং-এর (Arjun Singh) হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং-এর তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক,আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান,ব্যারাকপুরের বিজেপি বিধায়ক রাজ চক্রবর্তী সহ আরও অনেকে।
আরও পড়ুন: উপাচার্যের বিরুদ্ধে ছাত্রীর গাড়িচাপা, অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ
রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অর্জুন সিং। এদিন সেখানে উপস্থিত হন অর্জুনের অনুগামীরা। তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং-এর প্রত্যাবর্তনে রীতিমত উচ্ছ্বসিত তাঁর অনুগামীরাও। অভিষেক টুইটারে অর্জুনের তৃণমূল কংগ্রেসে ফেরার কথাও জানান।
Extending a warm welcome to Shri @ArjunsinghWB, who rejected the divisive forces at @BJP4India and joined the @AITCofficial family today.
People across the nation are suffering and they need us now more than ever. Let's keep the fight alive! pic.twitter.com/N6s5FggBtx
— Abhishek Banerjee (@abhishekaitc) May 22, 2022
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। কিন্তু কিছুদিন আগে একাধিক ইস্যুতে সরব হন তিনি। পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হন। এমনকী এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। দফায় দফায় দিল্লিতে যান অর্জুন। পীযূষ গোয়েল থেকে জেপি নাড্ডা – সমস্যা সমাধানে প্রায় সকলের সঙ্গে কথা বলেন।কিন্তু তাতেও বরফ গলেনি।