প্রতিবেদন : ত্রিপুরায় বেনজির নৈরাজ্য। মুখ্যমন্ত্রী পদ থেকে গলাধাক্কা খেয়েও লজ্জা নেই বিপ্লব দেবের। এখনও আঁকড়ে আছেন মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাংলো। কোনও কারণ ছাড়াই তাঁকে ওয়াই ক্যাটেগরির সুরক্ষা দিচ্ছে ত্রিপুরা সরকার। আর এর জন্য রাজ্যের সরকারি কোষাগার থেকে খসছে প্রায় দেড় কোটি টাকা। এমনকী মুখ্যমন্ত্রীর ব্যবহারের জন্য নির্দিষ্ট হেলিকপ্টারটিও ব্যবহার করছেন অপসারিত মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা যাতায়াত করছেন সড়ক পথে। অপসারিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কি এখনও তাহলে ত্রিপুরার কার্যকরী মুখ্যমন্ত্রী?
আরও পড়ুন-আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, প্রতিবাদে অনশন অসম তৃণমূলের
জরুরি এই প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তোপ, এই রাজ্যের মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে বিজেপি। জনগণের পয়সার নয়ছয় চলছে। উন্নয়নের নামগন্ধ চোখে পড়ছে না। ত্রিপুরায় কি এখন দু’জন মুখ্যমন্ত্রী, এই প্রশ্নের জবাব বিজেপিকে দিতে হবে! তিনি এই প্রসঙ্গে বাংলার কথা টেনে আনেন। বলেন, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের যজ্ঞ চলছে, তার জোরেই মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। এবার ত্রিপুরার পালা। বিপ্লব দেবের তুঘলকিরাজ নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডল থেকেও।