চেন্নাই, ২৩ মে : পঞ্চম রাউন্ডে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ফের চমক দিয়েছিল। এবার অনলাইন র্যাপিড দাবা প্রতিযোগিতা চেজেবল মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের খুদে দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবু। শেষ আটে ওঠার পথে প্রজ্ঞানন্দ হারিয়েছে আরেক ভারতীয় দাবাড়ু বিদিত গুজরাটিকে।
আরও পড়ুন-শ্রমিক কল্যাণে সহায়তা কেন্দ্র পুরসভায়
বিদিতকে ৩৫ চালেই মাত করে দেয় প্রজ্ঞানন্দ। এবার কোয়ার্টার ফাইনালে প্রজ্ঞানন্দকে খেলতে হবে চিনা দাবাড়ু উই ই-র বিরুদ্ধে। ১৬ বছর বয়সি গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞানন্দ চলতি বছরে বিশ্বের এক নম্বর কার্লসেনকে দু-দু’বার হারিয়ে সবাইকে চমকে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্সে প্রথমবার কার্লসেনকে হারিয়েছিল প্রজ্ঞানন্দ। এরপর গত শুক্রবার এই টুর্নামেন্টেও কার্লসেনকে হারিয়ে দ্বিতীয়বার চমক দিয়েছিল খুদে ভারতীয় দাবাড়ু। এবার এই টুর্নামেন্টে প্রজ্ঞানন্দ কতটা দূর পর্যন্ত এগোয়, সেটাই দেখার।