ভয়াবহ ঘূর্ণিঝড়ে কানাডায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। প্রবল ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি। একের পর এক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কানাডার অন্টারিও এবং কিউবেক প্রদেশেই টর্নেডোর সবথেকে বেশি প্রভাব পড়েছে। কানাডা সরকার জানিয়েছে, শনিবার রাতে প্রায় ১৩২ কিলোমিটার বেগে ঝড়় আছড়ে পড়েছে।
আরও পড়ুন-বিজেপি–নীতীশ দূরত্ব প্রকট
প্রবল ঝড়ের দাপটে ভেঙে পড়েছে একের পর এক গাছ। দুই প্রদেশে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ঝড়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে সরকার সব ধরনের সাহায্য করবে। দেশে দ্রুত জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।