মুম্বই, ২৩ মে : আইপিএলে ভাল পারফরম্যান্সের পুরস্কার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলার জন্য ডাক পেলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এর আগেও ভারতীয় দল থেকে বাদ পড়েছেন কার্তিক। আবার ফিরেও এসেছেন। তবে তিন বছর পর জাতীয় দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত কার্তিক (Dinesh Karthik) নিজেও। কোনও রাখঢাক না করেই তিনি জানাচ্ছেন, ‘‘আমি ভীষণ খুশি। এটাই সম্ভবত আমার কেরিয়ারের সেরা কামব্যাক। কারণ অনেকেই আমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন।’’ কার্তিকের বক্তব্য, ‘‘মাঝে কিছুদিনের জন্য ভাষ্যকারের ভূমিকা পালন করেছিলাম। তখন অনেকেই মনে করেছিলেন ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি বরাবরই বলে এসেছি, দেশের হয়ে খেলাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’’ কার্তিক আরও বলেন, ‘‘জাতীয় দলে ফেরার জন্য সবকিছু করেছি। কোচ অভিষেক নায়ারের পরামর্শে নিজের ব্যাটিংয়ে কিছু পরিবর্তন এনেছিলাম। যা আইপিএলে (IPL) ভাল পারফরম্যান্স করতে যা সাহায্য করেছে।’’
আরও পড়ুন: সাইক্লিং ও পরিশ্রমেই জাতীয় দলে অর্শদীপ