সংবাদদাতা, হাওড়া : আগামী ৩১ মে ধর্মঘটের সিদ্ধান্তে এখনও অনড় স্টেশন মাস্টাররা। অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে তাঁরা আবেদন-নিবেদন করে আসছেন। তাঁদের দাবিদাওয়া নিয়ে রেল বোর্ডের কাছে একাধিকবার নোটিশও পাঠানো হয়েছে। কিন্তু কোনও কাজই হয়নি।
আরও পড়ুন-মাঙ্কিপক্স হলে ভর্তি হতে হবে বেলেঘাটা আইডিতে
তাই বাধ্য হয়ে তাঁরা আগামী মঙ্গলবার ৩১ মে দেশব্যাপী একদিনের ধর্মঘটে শামিল হচ্ছেন। তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, রেলের বেসরকারীকরণ বন্ধ করা, তাঁদের ওভারটাইম ও রাতে ডিউটির বন্ধ রাখা ভাতা চালু করা, নতুন পেনশন প্রকল্প বাতিল করে পুরনো পেনশন চালু করা। অবিলম্বে স্টেশন মাস্টারের সমস্ত শূন্যপদে নিয়োগ করা। সারা দেশে স্টেশন মাস্টারের প্রায় ৬ হাজার শূন্য পদ খালি পড়ে রয়েছে। এর মধ্যে পূর্ব রেলেই সেই সংখ্যটা দেড় হাজার।