প্রতিবেদন : গোষ্ঠীকোন্দল তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিজেপিতে। স্বপ্ন ভেঙে চুরমার। সংগঠন বলতে যা বোঝায়, বাংলায় কোনওদিনই তা করে উঠতে পারেনি গেরুয়া শিবির। কিন্তু অস্তিত্বরক্ষার তাগিদে যতটুকু ধরে রাখার মরিয়া প্রচেষ্টা চলছিল, তাও ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। বুধবার শুভেন্দু অধিকারী নদীয়ায় পা রাখার দিনেই তালা ঝুলল কৃষ্ণনগরের বিজেপি অফিসে।
আরও পড়ুন-রাজ্যে গমের বরাত কাড়ল কেন্দ্র
তালা ঝোলালেন দলের কর্মী-সমর্থকরা। ক্ষোভ জেলা সভাপতির বিরুদ্ধেই। কল্যাণীতে দলের কর্মীদের চাঙ্গা করতে করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেখানে পৌঁছেই শুনলেন নদীয়া উত্তরে গোষ্ঠীকোন্দলের দুঃসংবাদ। স্বাভাবিকভাবেই কল্যাণীতে দলের কর্মী-সমর্থকদের মধ্যেও গভীর হতাশার প্রতিফলন দেখা গেল। দলবিরোধী পোস্টার পড়েছে শ্যামনগরেও।