স্প্যানিশ ছবি Julia’s Eyes-র বাংলা রিমেক ‘অন্তর্দৃষ্টি’তে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবিতে দিদি ও বোনের দ্বৈত ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কবীর লাল পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেতা ঋতেশ দেশমুখ।
এই ছবিতে ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন লুকে। চিকিৎসা-সংক্রান্ত ঘনঘটাই দর্শকের মনে ভয় ধরাবে, টানটান উত্তেজনায় গায়ে শিহরণ জাগাবে চিত্রনাট্যের থ্রিলার উপাদান।
এবার আর শুধুই থ্রিলার নয়, হরর-থ্রিলার নিয়ে বাংলা ছবির পর্দায় আসছেন ঋতুপর্ণা, ছবিটিও হতে চলেছে নারীকেন্দ্রিক। নায়িকা জানিয়েছেন যে তাঁর এই হরর-থ্রিলার ছবিটির নাম রাখা হয়েছে ‘অন্তর্দৃষ্টি’। সিনেম্যাটোগ্রাফার তথা পরিচালক কবীর লাল এই ছবিতে বন্দি করেছেন ঋতুপর্ণার অভিনয়ের নৈপুণ্য। জানা গিয়েছে যে এই ছবিতে এক নারীর চোখের আলো ধীরে ধীরে নিভে যেতে দেখা যাবে। তার চিকিৎসা সংক্রান্ত টানাপোড়েনই দর্শকের মনে ভয় ধরাবে ৷ শিহরণ জাগাবে চিত্রনাট্যের থ্রিলার উপাদান।
অবশ্য এটা জানিয়ে রাখা ভাল— অন্তর্দৃষ্টির কাহিনি মৌলিক নয়৷ এর আগে এই কাহিনি দেশের তেলুগু, তামিল, মরাঠি ছবির পর্দায় ধরা দিয়েছে। ধরা দিতে চলেছে বলিউডেও, যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন তাপসী পান্নু। ঋতুপর্ণা অবশ্য এই সব তুলনা নিয়ে একেবারেই বিচলিত নন। তিনি জানিয়েছেন যে তাঁর বিশ্বাস, তাপসীর ছবি এবং ‘অন্তর্দৃষ্টি’ দুটোই দর্শকদের সমান ভাল লাগবে!
প্রসঙ্গত, এই ছবির আরও কিছু ইউএসপি রয়েছে! যাতে সব দিক থেকেই ঋতুপর্ণার অভিনয়-কৌশলে মুগ্ধ হবেন দর্শকরা।
উত্তরাখণ্ডের দেরাদুনে-মুসৌরি অঞ্চলে এই ছবির অনেকটা অংশের শুটিং হয়েছে। গোটা টিমের সঙ্গে সব সময় ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
সম্প্রতি কলকাতায় হয়ে গেল এই ছবির পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে হাজির ছিলেন ঋতুপর্ণা তো বটেই, ছিলেন ছবির নায়ক ইন্দ্রজিৎ চক্রবর্তী, ছিলেন শন ব্যানার্জি, সর্বোপরি পরিচালক কবীর লাল। আর সেই উপলক্ষে সেদিন ওই অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল। সেখানেই জানা গেল এই ছবির শুটিং নিয়ে অভিনেত্রীর কাছ থেকে নানান কথা। কী বললেন তিনি? আসুন শুনে নিই তাঁর মুখ থেকেই।
ঋতুপর্ণা বললেন, ‘‘আমরা সবে শুটিং শুরু করেছি। এরই মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর বিপত্তি। হিমবাহ ভেঙে তুষারধসে বিধ্বস্ত হয় উত্তরাখণ্ডের চামোলি। প্রাকৃতিক দুর্যোগের কারণে তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যায় বহু গ্রাম। দুর্যোগের জেরে লালসতর্কতা জারি হয় বেশ কিছু এলাকায়। তবু আমাদের টিমের কেউ একটুও ভয় পায়নি। সবার মধ্যেই যেন একটি জেদ চেপে গিয়েছিল যে কাজ আমরা করবই।”
অবশ্য রাতারাতি নিজের মা’কে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির আউটডোরে উত্তরাখণ্ডের মুসৌরিতে আটকে পড়ে গোটা টিম।
অভিনেত্রীর কাছে জানতে চেয়েছিলাম তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, দেরাদুন থেকে পাঁচ কিলোমিটার দূরে শ্যুটিং করছেন তাঁরা। যদিও তার কিছু দিন আগে ঘটনাস্থল চামোলির আরও কাছাকাছি ছিলেন তাঁরা। ঘটনার কথা ভেবে এখনও আতঙ্কিত হয়ে পড়ছেন তিনি। তিনি বলতে থাকেন, ‘‘এমনকী ঘটনার পর থেকে তাপমাত্রার পারদ আরও নামতে শুরু করে এলাকায়। এত জমাট ঠান্ডা যে বলে বোঝাতে পারব না। শেষপর্যন্ত আউডোরের শ্যুটিং বন্ধ করে দিতে বাধ্য হই আমরা। তখন শুধুমাত্র ইন্ডোরের শ্যুটিং চলেছে।” আসলে ছবিতে শ্যুটিংয়ের জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অভিনেত্রী।
আসলে ‘তাল’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘পরদেশ’-এর মতো বক্স অফিস হিট করা সিনেমাটোগ্রাফার কবীর লালজির সঙ্গে কাজ করার সুযোগটাই তাঁদের বেশি করে উদ্বুদ্ধ করেছিল। পরিচালক এবং সিনেমাটোগ্রাফার কবীর লালের ছবি ‘অন্তর্দৃষ্টি’তে দর্শকরা একসঙ্গে দেখতে পাবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং টেলিভিশনের হার্টথ্রব নায়ক শন বন্দ্যোপাধ্যায়কে। প্রতিশোধের গল্প বলবে এই থ্রিলার জঁর ছবি।
২০২১–এর ফেব্রুয়ারি মাস। তখনও লকডাউন চলছে। উত্তর ভারতে কিছু দৃশ্যের শ্যুটিং করে সিঙ্গাপুরে ফিরেছিলেন নায়িকা। সেখানে গিয়েই কোভিডে আক্রান্ত হন তিনি। ধীরে ধীরে সুস্থ হওয়ার পর কিছুদিনের বিরতি নিয়ে ফের কাজে ফেরেন তিনি।
আরও পড়ুন: মেয়াদ-উত্তীর্ণ জলের বোতল বিক্রি বনগাঁয়, বেনিয়ম রুখল পুরসভা
এই ছবির বেশ কিছুটা অংশ মুম্বইয়ে শ্যুটিং হয়েছে। সেখানে ছিল আরও এক চমক। বলিউড অভিনেতা ঋতেশ দেশমুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ঋতুপর্ণা। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাংলার নায়িকা।
কলকাতায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যদিও উপস্থিত থাকতে পারেননি ঋতেশ দেশমুখ। তবে তাঁর অভিনীত চরিত্রটি সম্পর্কে নায়িকা জানান, আসলে ‘অন্তর্দৃষ্টি’-তে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ঋতেশকে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঋতুপর্ণার বসের চরিত্রে দেখা যাবে তাঁকে। ঋতেশ আমার পূর্বপরিচিত। তাই শ্যুটিংয়ের ফাঁকে হালকা মেজাজে দু’জনে চুটিয়ে গল্প করেছি। এর আগে ডেভিড ধাওয়ানের ছবি ‘ডুনট ডিস্টার্ব’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
কথা প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত একটি খবর শেয়ার করলেন। তিনি বললেন, ‘‘ঋতেশের বাংলা ছবি নিয়ে বিশেষ শ্রদ্ধা রয়েছে। ভাল চিত্রনাট্য পেলে বাংলা ছবিতে কাজ করবে ও। আমার ও কবীর জি-র সঙ্গে কাজ করে ঋতেশ অত্যন্ত খুশি। আমারও ভাল লেগেছে…”
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় স্প্যানিস ছবি ‘জুলিয়াজ আইস’। ছোট পর্দা থেকে এবার বড় পর্দায় ‘অন্তর্দৃষ্টি’র মাধ্যমেই পা রাখছেন অভিনেতা শন। এবার সম্পূর্ণ নতুন রূপে শনকে দেখতে পাবেন দর্শকেরা।
এই ছবির হিন্দি রিমেকে অভিনয় করছেন তাপসী পান্নু। ঋতুপর্ণাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনও না কোনও ভাবে তাপসী পান্নুর সঙ্গে তুলনা কি চলে আসবে না? এই প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা জানালেন, তাপসী খুব ভাল করবে। কিন্তু একটা ব্যাপারে আমি এগিয়ে আছি। একটু সময় নিয়ে কৌতূহলের সঙ্গে উত্তর দিলেন তিনি, বাংলা ছবিটি কিন্তু আগে রিলিজ হচ্ছে। আমার কাজই দর্শক প্রথম দেখতে পাবে!
নায়ক ইন্দ্রজিৎ চক্রবর্তীর অভিনয় নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাংলার নায়িকা। এ প্রসঙ্গে বলেন, ইন্দ্রজিৎ আমার অনেকদিনের বন্ধু। এই ছবিতে অভিনয় করার জন্য আমি ওকে একবার অনুরোধ করতেই ও রাজি হয়ে যায়। আসলে অনেকদিন থেকেই ও একটা ভাল ছবিতে কাজ করার জন্য আমায় বলছিল। অভিনয়টা বেশ দাপটের সঙ্গে করে। অন্তর্দৃষ্টিতে ইন্দ্রজিতের অভিনয় দর্শকদের মন জয় করবে এ-কথা হলফ করে বলতে পারি।