সংবাদদাতা, সোনারপুর ও বারাকপুর : রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যে ফিরল উত্তরাখণ্ডে দুর্ঘটনায় মৃত রাজ্যের পর্যটকদের দেহ। শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামে মৃত ৫ পর্যটকের দেহ। কফিনবন্দি দেহ বিমানবন্দরে নামার পর বাড়িতে নিয়ে যাওয়া হয় উত্তর ২৪ পরগনার নৈহাটির শ্যামা রোডের বাসিন্দা প্রদীপ দাস ও শ্যামাপল্লির বাসিন্দা জয়মাল্য ঘোষের দেহ। দু’জনের দেহ বাড়িতে পৌঁছনোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবার ও পরিজনেরা।
আরও পড়ুন-নার্সদের চিকিৎসার প্রশিক্ষণ
উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সারাক্ষণ তদারকি করেন। সন্ধ্যায় শেষকৃত্য হয় দু’জনের। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার গড়িয়া শ্রীনগরের বাসিন্দা একই পরিবারের বাবা মদনমোহন ভুঁইয়া, মা ঝুমুর ও ছেলে নীলেশের দেহ ফেরে সন্ধ্যা নাগাদ। প্রথমে নিয়ে যাওয়া হয় গড়িয়ার বাড়িতে। সেখানে প্রতিবেশীরা শেষ শ্রদ্ধা জানান ভুঁইয়া পরিবারের সদস্যদের। এরপর তিনজনের দেহ নিয়ে যাওয়া হয় জেলার পাথরপ্রতিমার লক্ষ্মীজনার্দনপুরের লক্ষ্মীপুরে। এই গ্রামের আদি বাসিন্দা ভুঁইয়া পরিবার। এখনও গ্রামের বাড়িতে আছেন মদনমোহন বাবুর বৃদ্ধা মা অণিমা ভুঁইয়া। বাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও রথীন দে। দেহ পৌঁছনোর পর গভীর রাতেও প্রচুর মানুষ শেষ দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। রাতে স্থানীয় লক্ষ্মীপুর শ্মশানে শেষকৃত্য হয় তিনজনের।