সংবাদদাতা, হুগলি : ৩০ তারিখ দুপুর ৩টে পর্যন্ত টানা তিনদিনব্যাপী সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া স্টেশন থেকে তালান্ডু পর্যন্ত এবং হাওড়া-কাটোয়া লাইনে চুঁচুড়া স্টেশন থেকে ইসলামপাড়া হল্ট পর্যন্ত কোনও ট্রেন চলবে না। অর্থাৎ হাওড়া-বর্ধমান মেন লাইনে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত এবং বর্ধমান থেকে খন্যান পর্যন্ত ট্রেন যাতায়াত করবে।
আরও পড়ুন-জখমদের সরকারি উদ্যোগে চিকিৎসা
আপে চুঁচুড়ার পরে হুগলি, ব্যান্ডেল, সপ্তগ্রাম, মগরা, তালান্ডু পাঁচটি প্লাটফর্মে এবং কাটোয়া লাইনে চুঁচুড়ার পরে হুগলি, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া এবং ইসমপাড়া হল্ট এই চারটি স্টেশনের মধ্যে ৭২ ঘণ্টা কোনও ট্রেন চলাচল করবে না। এই ট্রেন বন্ধের ফলে চরম অসুবিধার মুখোমুখি হয়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সম্পূর্ণ অফিসের দিন। ফলে যাত্রীরা সমস্যায় পড়েন। অতিরিক্ত ভিড় বাড়ে বাস, অটো ও লঞ্চে। রাজ্য সরকারের তরফে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অতিরিক্ত বাস চালায় পরিস্থিতি সামাল দিতে।