ঋণ শোধ করতে না পারায় এক দলিত যুবককে প্রায় দেড়দিন শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল পরমজিৎ নামে এক সম্পন্ন কৃষকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম রাধেশ্যাম মেঘওয়াল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলায়। রাধেশ্যাম পুলিশকে জানিয়েছেন বছরে ৭০ হাজার টাকার বিনিময়ে তিনি পরমজিতের খামারে কাজ করার জন্য চুক্তি করেছিলেন।
আরও পড়ুন-পরিকল্পিত ফাঁসানোর চেষ্টা করে এনসিবি, দাবি সিটের
তিনবছর আগে বোনের বিয়ের সময় তিনি ৩০ হাজার টাকা পরমজিতের থেকে ঋণ নিয়েছিলেন। ঋণ শোধ করতে প্রতিদিনই তিনি প্রায় ২৪ ঘণ্টা কাজ করতেন। যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেকারণেই তিনি কাজ ছেড়ে দেন। যদিও কাজ ছাড়ার আগে তিনি ২৫ হাজার টাকা শোধ করে দিয়েছিলেন। কিন্তু পাঁচ হাজার টাকা কয়েক মাসের মধ্যে সুদে আসলে ১ লাখ ১০ হাজার টাকা হয়েছে বলে দাবি করেন পরমজিৎ। সেই টাকা শোধ করতে না পারার কারণেই তাঁকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।