সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: পুরুলিয়ায় সুন্দরী প্রকৃতির বুকে এবার হতে চলেছে ফিল্মসিটি। এছাড়া রঘুনাথপুর জঙ্গলসুন্দরী কর্মনগরীতে বিশাল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে চলেছে। সোম ও মঙ্গলবার পুরুলিয়া সফরে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভায় তাঁর কাছে জেলার শিল্পপতিরা ফিল্মসিটি গড়ার প্রস্তাব দিলে মুখ্যমন্ত্রী জানতে চান, বিনিয়োগ কে করবে। শিল্পপতিদের পক্ষে মোহিত লাটা বলেন, তাঁরা বিনিয়োগ করতে প্রস্তুত।
আরও পড়ুন-“টেন্ডারে স্বজনপোষণ চলছে” বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকার শুধু জমি দিলেই হবে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ফিল্মসিটি গড়ার জন্য দশ একর জমি ব্যবস্থা করে দিতে বলেন প্রশাসনকে। মঙ্গলবারও মুখ্যমন্ত্রী বলেন, রঘুনাথপুরের জঙ্গলসুন্দরী কর্মনগরীতে শিল্প পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার ৭২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। একাধিক শিল্পগোষ্ঠী রঘুনাথপুরে শিল্পস্থাপনে এগিয়ে আসছে। এখানে কিছুদিনের মধ্যেই বিরাট কর্মযজ্ঞের সূচনা হবে। লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে এখানে। মুখ্যমন্ত্রী বলেন, এমনিতেই এখন বহু সিনেমার আউটডোর শ্যুটিং হয় পুরুলিয়ায়। ফিল্মসিটি গড়ে উঠলে এখানে বেশি চলচ্চিত্র তৈরি হবে। বাড়বে কর্মসংস্থানও।