সংবাদদাতা, আসানসোল: খেয়োখেয়িতে জেরবার পশ্চিম বর্ধমান জেলা বিজেপি। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে থেকেই দলের বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে আলোচনা না করেই প্রার্থী করে বলির পাঁঠা করা হয়েছিল বলে বিষোদ্গার করেন। এবার অন্তর্ঘাতের অভিযোগ তুললেন সোশ্যাল মিডিয়ায়। সরাসরি নিশানায় জিতেন্দ্র তেওয়ারি।
আরও পড়ুন-বিরোধী নেতার মিথ্যাচার তথ্য দিয়ে জবাব কুণালের
১৭ সেকেন্ডের ভিডিও ক্লিপ বাজারে ছেড়েছেন (জাগোবাংলা তা যাচাই করেনি)। সেখানে অগ্নিমিত্রা প্রশ্ন তুলেছেন, যাঁদের উপর দায়িত্ব দিয়েছিল দল, তাঁদের ভূমিকাটা ঠিক কী ছিল? জিতেন্দ্র নির্বাচনী কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি ঠিক কী ভূমিকা পালন করেছেন? দলের অন্য নেতাদের ভূমিকাই বা কেমন ছিল?’ কণ্ঠস্বরটি তাঁর বলে সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন অগ্নিমিত্রা। বলেন, উপনির্বাচনে জয় পাওয়া কঠিন ব্যাপার। তবুও আশা ছিল, ৩০ থেকে ৪০ হাজার ভোটে জিতবেন। যাঁর উদ্দেশে তোপ, সেই জিতেন্দ্র মন্তব্য করতে চাননি। বলেন, যা বলার উপর মহলেই বলব। তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর বক্তব্য, ‘এই মুহূর্তে বিজেপি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল। যাঁদের প্রার্থী তিন লক্ষেরও বেশি ভোটে পরাজিত। তাই তার কথায় কোনও মূল্য নেই।’