প্রতিবেদন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা এবং সংস্কৃতি বিনিময় করবে রোমানিয়ার বিশ্ববিদ্যালয়। রোমানিয়ার অত্যন্ত জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বেবস-বোলয়াই ইউনিভার্সিটির সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। দু’দেশের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে শিক্ষা এবং সাংস্কৃতিক আদানপ্রদানের পথ মসৃণ করবে এই সমঝোতা। আসা-যাওয়া করবেন দু’দেশের শিক্ষার্থী এবং গবেষকরা।
আরও পড়ুন-শিল্পে সাফল্য বাংলা জিতল স্কচ পুরস্কার
মউ স্বাক্ষর করতে দিল্লির রোমানিয়া দূতাবাস থেকে কলকাতায় এসেছিলেন রাষ্ট্রদূত ড্যানিয়েলা মারিয়ানা। জানা গিয়েছে, এই সমঝোতার মেয়াদ ৫ বছর। এক্সচেঞ্জ প্রোগ্রামের পুরো খরচ যৌথভাবে বহন করবে দু’টি বিশ্ববিদ্যালয়। শুধু পড়ুয়ারাই নন, এর ফলে উপকৃত হবেন শিক্ষক এবং গবেষকরাও। উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীর আশা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে এই সমঝোতা। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন দেশের নামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছে অনেক ভারতীয় বিশ্ববিদ্যালয়।