বেগুসরাই, ১ জুন : এমএস ধোনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ (FIR Against MS Dhoni)! প্রাক্তন ভারতীয় অধিনয়াকের (FIR Against MS Dhoni) নামে দায়ের করা হল এফআইআর। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বেগুসরাইয়ে (Begusarai)। ধোনি-সহ মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এস কে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা। অভিযোগ নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড (New Global Produce India Limited) নামে একটি সংস্থা ৩০ লক্ষ টাকার চেক দিয়েছিল এস কে এন্টারপ্রাইজকে। সেই চেক বাউন্স হওয়ার পরেই বেগুসরাইয়ের থানায় এফআইআর করা হয়। তবে ধোনি এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নন। তিনি নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেডের একটি সারের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এই বিজ্ঞাপন নিয়ে নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড ও এস কে এন্টারপ্রাইজের সঙ্গে ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তিমতো এস কে এন্টারপ্রাইজকে ৩০ লক্ষ টাকার চেক দিয়েছিল অভিযুক্ত সংস্থা। সেই চেক বাউন্স হতেই বিপত্তি। যেহেতু ধোনি বিজ্ঞাপনে ছিলেন তাই তাঁর নামেও এফআইআর হয়েছে। সোমবার এই মামলার প্রথম শুনানি। পরবর্তী শুনানি ২৮ জুন।
আরও পড়ুন: ইমামির সঙ্গে বৈঠক