নয়াদিল্লি, ১ জুন : আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য চার সদস্যের ভারতীয় মহিলা টেবল টেনিস দল ঘোষণা করেছে টিটিএফআই-এর নির্বাচক প্যানেল। মনিকা বাত্রা (Manika Batra) ছাড়াও দলের বাকি তিন সদস্য হলেন অর্চনা কামাথ, সৃজা আকুলা এবং রিথ রিশিয়া। স্ট্যান্ড বাই দিয়া চিতলে। কিন্তু সাইয়ের অনুমতি বা ছাড়পত্র ছাড়া মনিকাদের (Manika Batra) অগাস্টে বার্মিংহাম গেমসে অংশগ্রহণ সম্ভব নয়।
আরও পড়ুন: ধোনির নামে এফআইআর
বর্তমানে ভারতীয় টিটি ফেডারেশন (টিটিএফআই) চালাচ্ছে আদালত নিযুক্ত প্রশাসকদের কমিটি বা সিওএ। নির্বাচন কমিটিতেও রয়েছেন সিওএ-র প্রতিনিধি। কিন্তু চার সদস্যের ভারতীয় মহিলা টিটি দল নির্বাচন নিয়ম মেনে হয়নি বলেই দাবি করা হচ্ছে। কারণ, মনিকা ছাড়া বাকি যে তিনজন ভারতীয় টিটি দলে নির্বাচিত হয়েছেন তাঁদের মধ্যে অর্চনা র্যা-ঙ্কিং অনুযায়ী দেশের সেরা চার খেলোয়াড়ের মধ্যে পড়েন না। অর্চনার র্যা-ঙ্কিং ৬৬। কিন্তু বর্তমান নির্বাচনী বিধি অনুযায়ী দেশের সেরা চার খেলোয়াড়ের মধ্যে তিনি পড়েন না। তাই সাইয়ের অনুমোদনের উপর নির্ভর করবে নির্বাচিত ভারতীয় মহিলা টিটি দলের কমনওয়েলথে অংশগ্রহণ।
তবে প্রশাসকদের কমিটির পরিকল্পনা, আগামী দিনে দল নির্বাচনী বিধিতে বদল আনা। কারণ, সিওএ সদস্যদের মতে, এই প্রক্রিয়ায় ভুল আছে।