নয়াদিল্লি : রাজ্যসভায় নির্বাচন হতে চলেছে ১০ জুন। আর তার আগেই ঘর সামলাতে তৎপরতা বেড়েছে রাজস্থান কংগ্রেসে। এবার রাজস্থানে চারটি আসনে রাজ্যসভার ভোট রয়েছে। বিজেপির হাত থেকে বাঁচিয়ে বিধায়কদের ধরে রাখতে তাই কালঘাম ছুটছে কংগ্রেসের। রাজনৈতিক বিশ্লেষকদের হিসেবে, কংগ্রেসের দু’টি এবং বিজেপির একটিতে সরাসরি জেতার কথা। চিন্তা বাড়াচ্ছে চতুর্থ আসনটি। শেষ মুহূর্তে সেখানে মিডিয়া ব্যবসায়ী সুভাষ চন্দ্রকে প্রার্থী করেছে বিজেপি।
আরও পড়ুন-সিসোদিয়া পরের টার্গেট: কেজরি
তিনি এর আগেও বিজেপির হয়ে রাজ্যসভায় যান। তিনটি আসনে দলীয় প্রার্থী রণদীপ সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারির জয় নিশ্চিত বলে প্রাথমিক ভাবে ধরে নিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সুভাষ চন্দ্রের নাম ঘোষণা করে ওই রাজ্যের নির্বাচন কংগ্রেসের জন্যে জটিল করে দিয়েছে বিজেপি। সেই কারণেই রাজস্থান কংগ্রেস সব বিধায়কদের উদয়পুরের রিসর্টে ‘বন্দি’ করার পরিকল্পনা করেছে। বলা হয়েছে সপ্তাহ শেষের আগে সবাই যেন রিসর্টে পৌঁছে যান। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বুধবার বেশ কিছু বিধায়ক পৌঁছেও গিয়েছেন। বাকিরা বৃহস্পতিবার পৌঁছে যাচ্ছেন। অশোক গেহলট সরকারকে সমর্থনকারী নির্দল এবং অন্য দলের বিধায়কদেরও উদয়পুরের রিসর্টে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদয়পুরের যে রিসর্টে কংগ্রেসের চিন্তন শিবির হয়েছিল, সেখানেই বিধায়কদের সরানো হচ্ছে বলে জানা গিয়েছে।