সংবাদদাতা, কোচবিহার : এক বাসে এবার শিলিগুড়ি থেকে কাঠমান্ডু। চলতি মাসের ১৬ তারিখই এই বাসের উদ্বোধন। উদ্বোধন করবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন, ‘‘৪০ আসনের এই বাসটি শিলিগুড়ি, কাঁকরভিটা, কাঠমান্ডু ইন্টারন্যাশনাল বাস সার্ভিস। এটা দুটো দেশের চুক্তির ভিত্তিতে চালু হতে চলেছে।” পাশাপাশি কলকাতার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চালু করছে ইলেকট্রিক বাস পরিষেবা।
আরও পড়ুন-জামাইষষ্ঠীতে ৫০০ টাকায় ভূরিভোজ, পঞ্চায়েত দফতরের উদ্যোগ
ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে ৫০টি ইলেকট্রিক বাসের প্রস্তাব পাঠিয়েছে নিগম। চার্জিং স্টেশন তৈরির জন্য ডিপিআরও পাঠানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তার অনুমোদন পেয়ে যাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কোচবিহার শহরের পরিবহণ ভবনে সাংবাদিক বৈঠকে এ কথা জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শিলিগুড়ি থেকে কাঠমান্ডু যাওয়ার বাস চালু হলে পর্যটনে নতুন দিগন্ত তৈরি হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, একেবারে শিলিগুড়ি থেকেই সোজা এক বাসে পৌঁছে যাওয়া যাবে কাঠমান্ডুতে।